দেবহাটার ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

0
404

আব্দুর রব লিটু,দেবহাটা: দেবহাটার ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলাবাসীর আয়োজনে দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিগত প্রায় ৪ মাস আগে দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ন মানুষ। যোগদানের পর থেকে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারী সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাছাড়া উপজেলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি অনাকাঙ্খিতভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য তার বদলির আদেশ দেয়া হয়েছে। যেটা দেবহাটাবাসীর জন্য খুবই দুঃখজনক। যখন তিনি দেবহাটার উন্নয়নে কাজ শুরু করেছেন ঠিক সেসময় বদলীর বিষয়টি সাধারন মানুষকে কষ্ট দিয়েছে। এসময় বক্তারা, দেবহাটা উপজেলার উন্নয়নে এমন একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজন। তাই মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে খুলনা বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি দাবী জানানো হয়েছে। এব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়েছে।