দিনাজপুরে ‘জাতীয় নজরুল সম্মেলন’ শুরু

0
526

খুলনাটাইমস: শিল্প-সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দিনাজপুরে ‘জাতীয় নজরুল সম্মেলন’ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে শোভা যাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী আলোচনা সভা দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনিুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আবদুর রহিম, সাবেক নির্বাহী পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক ডা. শহীদুল ইসলাম খান। আলোচনা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুল ইনস্টিটিউট আয়োজিত জাতীয় নজরুল সম্মেলন শিল্প-সাহিত্যে নজরুলের অবদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে। এ সম্মেলন উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে এই সম্মেলনে।