দাকোপে রূপান্তরের উদ্যোগে ‘নাগরিক সংলাপ’

0
458
All-focus

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগ ও বাস্তবায়নে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত ‘নাগরিক সংলাপে’ সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুভদ্রা সরকার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডল।

অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক কর্মসূচি কর্মকর্তা রুবাইয়াৎ হাসান, নিয়ন্ত্রণ সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায়। সংলাপে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, সুশীলসমাজের প্রতিনিধি, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য, নারীনেত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। উক্ত সংলাপে দাকোপের বিভিন্ন সমস্যা এবং তার উত্তোরণের জন্য অংশগ্রহনকারিরা তাদের নিজস্ব অভিমত সরাসরি ব্যক্ত করেন।