দাকোপে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0
391

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিবসটি পালনের লক্ষ্যে বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে বহুতল ভবনে এ আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী-৩০ (খুলনা-বাগেরহাট) আসনের সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জলিল তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।

বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান (সোহাগ), বিধান চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ নেতা এবিএম রুহুল আমীন, শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, যুবলীগ নেতা দেবব্রত সরকার দেবু, অনুপম বিশ্বাস, এফএম মফিজুর রহমান, মিজানুর রহমান, রতন মণ্ডল, দেবাশীষ রায়, শিবপদ পোদ্দার, কনিকা বৈরাগী, মনিরুল ইসলাম, জাহিদ সানা, সঞ্জয় মণ্ডল, অরবিন্দু বৈদ্য, শিবপদ মণ্ডল, জয়প্রকাশ রায়, চয়ন সাহা, হরিদাস হালদার, সাবেক ছাত্রনেতা রবার্ট হালদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি কানাই মণ্ডল, আলামিন শেখ, ফয়সাল শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, সাধারণ সম্পাদক রাহুল রায়সহ আরও অনেকে।