দাকোপে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পুকুর খনন

0
349

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দ’ুটি প্রকল্পের মাধ্যমে ১০টি পুকুর পূনঃখনন ও সস্কারের কাজ শুরু হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় “বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে জেলা পরিষদের পুকুর/ দিঘি/ জলাশয় পূনঃখনন ও সস্কার করণ প্রকল্পের মাধ্যমে ৬টি পুকুর খনন করা হবে। এ প্রকল্পের আওতায় পুকুরগুলো হলো লাউডোব, বাজুয়ার কচা, চুনকুড়ি স্কুল সংলগ্ন পুকুর, গড়খালী, কালাবগি, লাউডোব, কামারখোলা সানা বাড়ী পুকুর। এ পুকুরগুলি খনন ও অন্যান্য কাজের জন্য ব্যয় হবে ১ কোটি ৬৩ লক্ষ টাকা। এ কাজের জন্য প্রধানমন্ত্রীর একান্ত প্রকল্প থেকে উক্ত প্রকল্পের অর্থ দেওয়া হচ্ছে।
এছাড়া আরও ৪টি পুকুর খনন ও সংস্কারের কাজ হচ্ছে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে। পুকুরগুলো হলো গুনারী, সাহেবের আবাদ, শ্রীনগর, কালিনগর ও সুতারখালী। পুকুর ৪টি খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৭ লক্ষ টাকা।রবিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে পুকুরগুলো ভিজিট করেন, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ রশীদুল হক, পুকুর প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সামসুল আলম, খুলনা বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ, বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম আহম্মেদ, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মিলন ফকিরসহ আরও অনেকে। এস কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রকল্প ২টি বাস্তবায়ন করছে।