দাকোপে পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

0
451

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় বর্তমানে আমন ধানের ভরা মৌসুম। এ মৌসুমে উপজেলার মোট ১৯ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এ সময়ে জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমন দেখা দিতে পারে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিদিন নয়টি ইউনিয়নের বিভিন্ন মাঠে পোকার উপস্থিতি নির্ণয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য মাঠে আলোক ফাঁদ স্থাপন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (০১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পানখালি বøকে পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন করা হয় ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার। এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, ফসলের মাঠে পোকার উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা প্রতিনিয়ত আলোক ফাঁদ স্থাপন ও অতন্দ্র জরিপ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এর জন্য মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আমন ফসল ওঠার আগ পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএপিপিও, সংশ্লিষ্ট এসএএওসহ কৃষকেরা।