দাকোপে দশ লক্ষ টাকার অবৈধ ক্যারেন্ট জাল ধ্বংস

0
543
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় মঙ্গলবার(২৪ জুলাই) বাজুয়া বাজারে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ মিটার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাজুয়ার সাপ্তাহিক হাঁটে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ মাঠে এনে জনসন্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। এছাড়া উপজেলা সদর চালনা বাজারের জাহিদুর রহমান(৩২) নামে এক ব্যবসায়িকে অবৈধ ক্যারেন্ট জাল বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, মৎস্যক্ষেত্র সহকারী জাহিদুর রহমান, সবুজ সরকার, মৎস্য লিফট লিটন জোয়াদ্দার।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, নদ-নদীতে মাছের সংখ্যা যাতে বৃদ্ধি পায় এবং মৎস্য উৎপাদন ও আকার বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চালান হয়েছে।