দাকোপে জেলেদের মাঝে চাল বিতরণ

0
409
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদের মাঝে ২০ কেজি চাল বিতরণ শুরু করেন উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে চালনা পৌরসভা অডিটোরিয়ামে পৌরসভার ১৫০ জন জেলেকে ভিজিএফ’র খাদ্যশস্য বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। পৌরসভার প্যানেল মেয়র এসএম আ. গফুরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, পৌর কাউন্সিলর আইয়ুব কাজী, নিত্যানন্দ বাছাড়, মৎস্যক্ষেত্র সহকারি মোল্লা সাইফুল ইসলাম, সবুজ সরকারসহ আরও অনেকে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য শিকারীদের সহায়তার লক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে বিশেষ ভিজিএফ’র চাল বিনামূল্যে দুঃস্থ জেলেরা জনপ্রতি ২০ কেজি করে পেয়েছে।