দাকোপে জাতীয় সমবায় দিবস পালিত

0
371

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহাবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, অধ্যক্ষ অসিম কুমার থান্দার।

বক্তৃতা করেন সাংবাদিক দীপক রায়, অফিস সহকারী লস্কর সাহাবুর রহমান, সমবায়ী বিষ্ণপদ কয়াল, দানেশ সরদার, শীবপদ রায়সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ। সভা পরিচালনা করেন ভরসা বহুমুখী সমবায় সমিতির বিশ্বজিত মণ্ডল। এ সময় সমবায়ে বিশেষ অবদান রাখায় উপজেলার আটটি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।