দাকোপে কৃষিভিত্তিক স্থানীয় সেবাদানকারীদের সমন্বয় সভা

0
584
All-focus

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে কৃষিভিত্তিক স্থানীয় সেবাদানকারীদের সমন্বয় সভা হয়েছে।

উপজেলা বিআরডিবি সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সার-বীজ, কীটনাশক, প্রাণি ও পশু খাদ্য, কৃষিপণ্য ও সরঞ্জাম বিক্রেতাদের অংশগ্রহনে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, দাশ বিভূতি রঞ্জন, রিনা গাইন, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর মাহাবুবুর রহমান, উইনরক ইন্টারন্যাশনালের লাইভলিহুডস অফিসার রিপন কুমার ঘোষ, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার খান মোহাম্মদ ইলিয়াস, সোস্যাল অ্যাকাউন্টিবিলিটি টেকনিক্যাল অফিসার স্বপ্না রাণী নাগ, কোডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন, ফিল্ড অর্গানাইজার বিপুল বিশ্বাস ও মিলি মণ্ডলসহ আরও অনেকে। এতে বক্তারা সার-বীজ ও কৃষিসামগ্রী সঙ্কট নিরসনের বিষয়ে আলোচনা করেন।