দাকোপে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
397

খুলনার দাকোপ উপজেলায় বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার তিলডাংগা ইউনিয়নের চিত্তরঞ্জন মোড়ে ইউএসএআইডি’র অর্থায়নে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের তত্ত¡াবধানে নবযাত্রা প্রকল্পের আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালরে সহযোগিতায় এবং কোডেকের বাস্তবায়নে কৃষক মাঠ দিবস হয়েছে।
লিড ফার্মার লক্ষী রানী সরদারের জলবায়ূ সহনশীল প্রদর্শনী প্লটে আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বটবুনিয়া হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ রায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কনিকা গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মৎস্যক্ষেত্র সহকারি আলহাজ্ব মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদের প্রতিনিধি শীতল চন্দ্র মন্ডল, সিনজেনটা লিমিটেডের প্রতিনিধি ত্রিদীপ মন্ডল, নবযাত্রা প্রকল্পের কোডেকের উপজলো সমন্বয়কারী মো. মহিউদ্দীন মোল্ল্যা, টেকনিক্যাল অফিসার কাজী তোবারক হোসেন, মো. এনায়েত কবীর, মো. নজরুল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের নবযাত্রা প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ প্রদীপ কুমার মন্ডল ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফসিার খান মোহাম্মদ ইলয়িাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের ইএল (ঊখ) শিক্ষক শিবপদ বসু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন নবযাত্রা প্রকল্প কোডেকের ফিল্ড অর্গানাইজার মো. জাহাংগীর হোসেন, ফারহানা আক্তার ও খাদিজা খাতুন। এসময় উপস্থিত কৃষকরা লীড ফার্মার লক্ষী রানী সরদারের জলবায়ূ সহনশীল প্রদর্শনী প্লটের বিভিন্ন কৃষি প্রযুক্তিগুলো দেখেন এবং তার কাছে কৃষি প্রযুক্তিগুলোর সুবিধা সম্পর্কে শোনে। বক্তারা নবযাত্রা প্রকল্পের জলবায়ূ সহনশীল কৃষি প্রযুক্তির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল সুবিধাভোগী চাষীদের জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।