দাকোপে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
688

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধির প্রযুক্তির ওপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় কমিউনিটি বীজ উৎপাদনের মাঠ দিবস হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামের কৃষক সঞ্জীব মণ্ডলের প্রদর্শনী প্লটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য যুগোল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য দেবাশীষ মণ্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. ইফতেখার হোসেনসহ আরও অনেকে। এতে প্রায় ৯০ জন কৃষক অংশ নেন।

মাঠ দিবসে কৃষককে ফসলের ফলন পার্থক্য কমানো, কমিউনিটি বীজ উৎপাদন, লবণাক্ততা সহিষ্ণু জাতের ধান, ভেলিডেশন ট্রায়াল পদ্ধতির প্রদর্শনী ও সংশ্লিষ্ট এলাকায় লবণাক্তার ভয়াবহ প্রভাবসমূহ উল্লেখ করে বক্তারা বলেন, নির্দিষ্ট এলাকায় পরিক্ষামূলকভাবে সময়মত বীজ রোপন করলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।