দাকোপে এনএটিপি-২ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
397
All-focus

আজিজুর রহমান, দাকোপ (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
খুলনা জেলার দাকোপ উপজেলায় বুধবার সকাল ১০টায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২)এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রকল্পের আওতায় “ফসলের উৎপাদন বৃদ্ধির প্রযুক্তি” এর উপর এক দিনের প্রশিক্ষণ দেন, আয়োজিত সভার প্রধান অতিথি খুলনা অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম এনামুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দাস বিভূতি রঞ্জন, মোঃ মিজানুর রহমান, রিনা গাইন। প্রশিক্ষণে চালনা সিআইজি’র ৩০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বীজ ধানের গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন, গাছের ফুল-ফল ঝোরে যাওয়া (রোধ) এবং সিআইজি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষন সামগ্রী, দুপুরের নাস্তাসহ জনপ্রতি ২০০ টাকা সিআইজি এ্যাকাউন্টে চেকের মাধ্যমে ভাতা প্রদান করা হয়।#