দাকোপে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

0
440
All-focus

প্রতিনিধি,দাকোপ :

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি ৬৮৪/১৮ নম্বর মামলার ফৌ.কা.বি. আইনের ১৪৪/১৪৫ ধারায় স্থগিত ও স্থিতিবস্থার আদেশ অমান্য করে বিবাদীরা ভবন নির্মাণের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

মামলার বাদী সইদ সরদার, পিতা-মৃত ইসমাইল সরদার ও মইদুল সরদার, পিতা- সইদ সরদার সাং-মৌখালী, পোঃ পানখালী থানা-দাকোপ, জেলা- খুলনা, আদালত ও তাঁর কাগজপত্র মোতাবেক জানা যায়। বিবাদীগন যথাক্রমে- মুজিবর সরদার(৫৫) পিতা-মোতায়ালী সরদার, মেহেরাব সরদার(১৮) পিতা- মুজিবর সরদার, হাফিজ শেখ পিতা-শাহাদাৎ শেখ, সর্ব সাং- মৌখালী, পানখালী, দাকোপ-খুলনা। তারা জোরপূর্বক বাদীর স্বত্ব দখলীয় জেলা- খুলনা, থানা- দাকোপ, জেএল নং-০১, মৌখালী মৌজার এসএ খতিয়ান নং-৩৪ এবং- ১৯৫, ২০৭, ২০৯, ২১৫, ২১৬, ২৫৯, ২৬২ নম্বর দাগে মোট ৬.২৯ একর জায়গা।

যাহা বি, আর, এস ২০২ খতিয়ানে ৮৭ দাগে ০.১৬ একর সম্পত্তির মধ্যে ০.০৮ একর সম্পত্তি বাদীর দাবীকৃত সম্পত্তি। ওই সম্পত্তি নিয়ে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী মামলা চলছে। গত ইংরেজী ২৪/১০/১৮ তারিখে আদালত ফৌ. কা. বি ১৪৫(১) ধারা মতে প্রতিপক্ষগণসহ অন্যান্য বিবাদীগনের বিরুদ্ধে নালিশি জমির প্রকৃত দখল বিষয়ে লিখিত বিবৃতি দাখিলের জন্য বলা হয়েছে। অথচ বিবাদীগন আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পত্তির ওপর ঘর নির্মাণ করে আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে চলছে।

এরপর গতকাল বৃহস্পতিবারে ইট, বালু দিয়ে আবারও ঘর নির্মাণ করতে গেলে থানা পুলিশ নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন বলে জানা যায়।