দাকোপে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত

0
572

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শনিবার (০৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় নেতাকর্মীরা কালব্যাজ ধারণ এবং বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা রতন কুমার মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল, অধ্যাপক দুলাল রায়, এবিএম রুহুল আমীন, গাজী আব্দুর রহিম, পৌর কাউন্সিলর এসএম আব্দুল গফুর, কনিকা বৈরাগী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কমলেশ গোলদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, পৌর আ’লীগের যুগ্ম সাধালণ সম্পাদক মো. শিপন ভূঁইয়া, বিষ্ণুপদ গোলদার, জয়প্রকাশ রায়, কুমারেশ বিশ্বাস, গাজী রবিউল ইসলাম, নুর আলম হাওলাদার, রাহুল রায়, মাসুম হাওলাদার, অমিত মন্ডল, হৃদয় ঢালী, কৌশিক সেন, মাসুম শেখসহ আরও অনেকে।