দাকোপের দাকোপ ও কৈলাশগঞ্জ ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
575
All-focus

আজিজুর রহমান, দাকোপ (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
দাকোপ উপজেলায় ইউএসআইডি’র অর্থায়নে, ওয়ার্ল্ডভিশন নবযাত্রা প্রকল্পের আয়োজনে ও উইনরক ইন্টারনাশন্যালের সহযোগীতায় এবং কোডেকের বাস্তবায়নে বুধবার দাকোপ ও কৈলাশগঞ্জ ইউনিয়নে পৃথক দু’টি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় দাকোপ ইউনিয়নের কৃষক স্বদেশ ঘরামীর জলবায়ু সহনশীল প্রদশর্নী প্লটে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সমাজ সেবক মনিকা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ননীগোপাল রায়, নবযাত্রা প্রকল্প কোডেকের উপজেলা সম্বনয়কারী মোঃ মহিউদ্দীন মোল্ল্যা, উইনরক ইন্টারন্যাশনালের লাইভলিহুডস অফিসার রিপন কুমার ঘোষ ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার খান মোহাম্মদ ইলিয়াস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্প কোডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন নবযাত্রা প্রকল্প কোডেকের ফিল্ড অর্গানাইজার লাইভলীহুডস মিনারা খাতুন।
অনুরূপ আরও একটি কৃষক মাঠ দিবস কৈলাশগঞ্জ ইউনিয়নের কৃষক ইন্দ্রাজিত বিশ্বাসের জলবায়ু সহনশীল প্রদর্শনী প্লটে বিকাল ২টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক সাধনা গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা প্রকল্প উইনরক ইন্টারন্যাশনাল-এর লাইভলিহুডস্ অফিসার রিপন কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্প কোডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন নবযাত্রা প্রকল্প কোডেকের ফিল্ড অর্গানাইজার লাইভলীহুডস মিনারা খাতুন ও প্রিয়া বিশ্বাস।