দলের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

0
575

ডুমুরিয়া প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, দলের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা কষ্ট পেয়েছে তাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলে ঐক্য থাকবে। আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। দেশের উন্নয়ন ধরে রাখতে হলে আবারো আওয়ামী সরকারকে ক্ষমতায় আনতে হবে। সেক্ষেত্রে যুবলীগকে আগামীদিনে বড় ধরণের ভুমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে। বুধবার বিকালে খুলনার ডুমুরিয়ায় বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথির ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও আক্তারুজ্জামানা বাবু। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা এ্যাড আশরাফুল ইসলাম রাজু ও শেখ ইকবাল হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন আ’লীগ নেতা এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শেখ নাজিবুর রহমান, অধ্যক্ষ জুলফিকার আলী জুলু, এ্যাড প্রতাপ রায়, হিমাংশু বিশ্বাস, সুরঞ্জিত বৈদ্য, রেজোয়ান মোল্যা, জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, শোভা রানী হালদার, মোল্যা জাহিদুল ইসলাম, জামিল খান, কামরুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, মোল্যা জহুরুল, শেখ দেলোয়ার হোসেন, তুষার মন্ডল, নাজমুল হোসেন বকুল, দিলীপ মন্ডল, প্রভাষক ব্রজেন সরকার, আবু দাউদ মোড়ল, আঃ হামিদ সরদার, প্রভাষক অমিত বিশ্বাস, বিশ্বনাথ দে, বিকাশ মন্ডল, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।