দর্শকদের কাছে দোয়া আর ভালোবাসা চাই: আসমা ঝিলিক

0
452

খুলনাটাইমস বিনোদন: বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী আসমা ঝিলিক। যিনি তার অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত। চাঁদপুরের মেয়ে আসমা ঝিলিক। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মেহেদী হাসান পরিচালিত সিনেমা”আগুনে পোড়া কান্না”। আর বর্তমানে কাজ করছেন মোহাম্মদ আসলাম পরিচালিত”সমাধান”। নিরঞ্জন বিশ্বাসের “জানেমান” আর সত্যরঞ্জন রোমান “আবার বৃষ্টি এলো” এ ছাড়া আরো অনেক কাজ নিয়ে ব্যাস্ত এই অভিনেত্রী। তার বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় । সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার। পাঠকদের জন্য কথোকপনের চুম্বন অংশ তুলে ধরা হলো।
কেমন আছেন?
আল্লাহর রহমতে ভালো আছি
অভিনয়ের ক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে?
আসমা ঝিলিক :যতটুকু কাজ করছি আলহামদুলিল্লাহ তার মধ্যে ভালোই সাড়া পাচ্ছি।
কোনো অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে ?
কাজের ক্ষেত্রে সব অভিনয় ভালো লাগে।
কবে থেকে অভিনয়ের সাথে যুক্ত হয়েছেন ?
আসমা ঝিলিক : ছোট থেকেই নাচ শিখতাম, তখন থেকেই মিডিয়াতে।
এখন কি কি কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন ?
মুক্তির অপেক্ষায় আছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা”আগুনে পোড়া কান্না”। কাজ করছি মোহাম্মদ আসলাম পরিচালিত”সমাধান”। নিরঞ্জন বিশ্বাসের “জানেমান” সত্যরঞ্জন রোমান “আবার বৃষ্টি এলো”।
কার অনুপ্রেরণাই মিডিয়া জগতে আসা ?
প্রথম মা আর বড় বোনের কথা বলবো,তাদের কারনেই আজ এই পর্যন্ত আশা। এছাড়াও আমার পরিবারের সবাই আমার কাজের ব্যাপারে খুব ভালো রেসপন্স করে।
আপনার উল্লেক্ষযোগ্য কিছু কাজের নাম বলেন ?
শিশুশিল্পী হিসেবে কিছু কাজ করেছিলাম,আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা সাকিব খানের সাথে “রংবাজ”।এর মধ্যে কিছু মিউজিক ভিডিও রিলিজ হয়েছে।
অভিনয়ে আপনার কোনো সুখের স্মৃতি আছে কি ?
কাজের সময় অনেক স্মৃতি তৈরি হয়ে যায়,কিন্তু এই মুহুত্বে মনে আসছে না।
কোনো অভিনেতার সাথে কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?
যাদের সাথে কাজ করি কাজের সময় তারা সবাই খুব হেল্প করে।তাই সবার সাথেই কাজ করতে ভালো লাগে।
আপনার গ্রামের বাড়ি আর পড়াশোনা কি?
আমার জন্মস্থান নারায়নণগঞ্জ, গ্রামের বাড়ি চাঁদপুর।
আমি বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অভিনয় নিয়ে।
ভালো একজন অভিনেত্রী হতে চাই।
সর্বশেষ দর্শকদের উদ্দেশে কিছু বলেন ?
দর্শকদের কাছে অনেক অনেক দোয়া আর ভালোবাসা চাই।