তরিকুল ইসলামের মৃত্যুতে জেলা বিএনপির শোক

0
435

বিজ্ঞপ্তি: বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, সামরিক স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সেনানী, জিয়া পরিবারের বিশ্বস্ত ব্যক্তি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, দল যখন রাষ্ট্রক্ষমতা দখল করে বসা অপশক্তির বিরুদ্ধে চ’ড়ান্ত লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই মুহুর্তে তার এই মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুম তরিকুল ইসলাম শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, এ দেশের মানুষের অধিকার আদায়ে আপোষহীন সংগ্রামী যোদ্ধা ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়-অত্যাচার নির্যাতন জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় শারীরিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত সেই ক্ষত তিনি বহন করে গেছেন। তরিকুল ইসলাম গত কিছুদিন আগেও হাসপাতালে বেডে থাকাবস্থায়ও বর্তমান সরকারের রোষানলের শিকার হয়ে গায়েবি মামলার আসামী হয়েছেন। নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারকে ধর্য্য ধরার জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। সাথে সাথে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, ডাঃ গাজী আব্দুল হক, গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, এ্যাড. এমএ আজিজ, শেখ আব্দুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, মোস্তফা উল বারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, আলী আসগর, এ্যাড. একেএম শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ।