ডুমুরিয়া সদরে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

0
352

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা সদরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের কালিবাড়ী মোড়ে টিসিবি’র ডিলার মেসার্স খান ট্রেডার্স কর্তৃক পবিত্র রমজান মাস উপলক্ষ্যে উত্তোলিত চিনি, তেল, ছোলা ও ডাল বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। আরও উপস্থিত ছিলেন টিসিবি ডিলার খান আবু বক্কার, আ’লীগ নেতা খান হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার প্রমূখ। ডিলার সূত্রে জানা গেছে, চিনি প্রতি কেজি ৫০ টাকা,ছোলা প্রতি কেজি ৬০ টাকা মুশরী ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রমজান মাসব্যাপি এ পণ্য বিক্রয় কার্যক্রম অব্যহত থাকতে পারে বলে জানা গেছে।