ডুমুরিয়ায় সরকারি ঘর দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

0
430

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম শেখের বিরুদ্ধে ২০১৮-২০১৯ অর্থ বছরের ‘দূর্যোগ সহনীয় ঘর টি আর কাবিটা ‘কর্মসূচীর আওতায়’ সরকারি ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন জনের নিকট থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায় তিনি ঘর দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেন। দীর্ঘদিন পার হলেও ঘর ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ তুলেছেন।
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামের ইব্রাহিম শেখ, খলিল মোড়ল, মাসুদ হাওলাদারসহ প্রায় ১১ জনের কাছ থেকে এই টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। ভুক্তভোগীরা প্রায় দুই বছর আগে সরকারি ঘর পাওয়ার আশায় আব্দুল হালিম শেখের হাতে এই টাকা তুলে দেন। দীর্ঘ দুই বছর পার হলেও কোনো ঘর দিতে পারেননি তিনি। আব্দুল হালিম শেখ এলাকার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন। আর টাকা ফেরত চাইলে ঘর পাবে বলে নানা অজুহাত দিতে থাকেন। ভুক্তভোগী ইব্রাহিম শেখের স্ত্রী মরিয়ম বেগম ও খলিল মোড়লের স্ত্রী রহিমা বেগম ও জামেনা অভিযোগ করে বলেন, গরু, ছাগল বিক্রি গহনা বন্দক ও ধারদেনা করে আমরা সকলেই একই সময়ে ২০১৮ সালের জুন মাসের দিকে ঘর পাওয়ার জন্য আব্দুল হালিম শেখের কাছে পাঁচ হাজার করে টাকা দেই। ঘর পাওয়ার পরে আরও পাঁচ করে হাজার টাকা দিতে হবে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগী ইব্রাহিম শেখের বড় ভাই বিল্লাল শেখ বলেন, জানাজানি হওয়ায় দুই তিন জন লোকের দুই তিন হাজার করে টাকা ফেরত দিয়েছে। আমরা ঘর পাওয়ার আশায় টাকা দিয়েছি, ঘর না পেলে সব টাকা ফেরত চাই এবং আইনগত ভাবে তার এই প্রতারণার বিচার চাই। আব্দুল হালিম শেখ টাকা নেওয়ার সময় টাকার বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন এবং নয় মাসের মধ্যে ঘর দেওয়ার কথা বলে টাকা নেন। সেই সাথে মোবাইল ফোনে সকলের ছবি উঠিয়ে নিয়ে যান। কিন্তু গত দুই বছর পার হলেও কোনো ব্যবস্থা না দেখে আমরা তার কাছে টাকা ফেরত চাই। টাকা ফেরত চাইলে তিনি বলেন, টাকা কি আমি খেয়েছি, টাকা অফিসে জমা দিয়েছি। কোন অফিসে টাকা জমা দিয়েছেন জানতে চাইলে, আব্দুল হালিম শেখ টাকা নেওয়ার কথা অস্বীকার করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এছাড়া এলাকায় তার বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে ঘের করার অভিযোগও রয়েছে বলে জানা যায়।