ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে সার ব্যবসায়ীর জরিমানা ও চোরের জেল

0
385

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভেজাল সার বিক্রয়ের অপরাধে খর্ণিয়া বাজারের এক সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা নগদ জরিমানাসহ বাগেরহাটের এক চোরকে ১ মাসের জেল দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের আদালতে এরায় প্রদান করা হয়। সুত্রে জানা গেছে, খর্ণিয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মোঃ সাজ্জাত হোসেন(৩২) দীর্ঘদিন ভেজাল সার বিক্রি করে আসছে। তার দোকান থেকে সার নিয়ে কৃষকরা বহুবার প্রতারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ওই সার ও কীটনাশক ব্যবসায়ীকে ২০০৬ সালের ১২ (১) ধারা মোতাবেক ৫ হাজার টাকা নগদ জরিমানা ধার্য করে আদায় করেন। অপরদিকে রাসেল শেখ (২২) নামে এক ভ্যান চালককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, বাগেরহাট জেলার খান জাহান আলী দরগা এলাকার আকরাম শেখের ছেলে রাসেল শেখ রোববার দিবাগত গভীর রাত দেড় টার দিকে ডুমুরিয়া উপজেলার খলসী গ্রামের (ক্যাডেট মাদ্রাসার পাশে) মোহাম্মদ হৃদয়ের বাড়িতে প্রবেশ করে মোবাইল ও টাকা চুরিকালে হাতেনাতে ধৃত হয়। সোমবার বিকালে ধৃত চোরকে (১৮৬০ সালের ৩৫৬ ধারা) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।