ডুমুরিয়ায় বীমাকর্মী হত্যার ঘটনায় ৪ আসামীর ২দিনের রিমান্ড

0
345

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় গলায় গামছা পেচিয়ে বীমাকর্মী গৃহবধু হত্যার ঘটনায় জেল-হাজতে থাকা ৫ আসামীর মধ্যে ৪ আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ৫ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে পুলিশ জানান।পুলিশ জানায় উপজেলার শোভনা ইউনিয়নের বলাবুনিয়া এলাকার স্বপন মন্ডল চাকুরীর সুবাদে তার কলেজ পড়–য়া ছেলে রাম প্রসাস ও মেয়ে তনুশ্রীকে নিয়ে খুলনায় বসবাস করে এবং স্ত্রী সৌরভী মন্ডল (বীমাকর্মী) বলাবুনিয়া গ্রামস্থ নিজ বাড়ীতে একাই বসবাস করে। ঘটনার দিন গত বুধবার সকালে স্থানীয়রা দেখে নিজ ঘরের বরান্দায় গলায় গামছা পেচানো অবস্থায় গৃহবধুর মরাদেহ পড়ে আছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী স্বপন মন্ডল বাদী হয়ে ৭জনকে এজাহার নামীয় আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনেই পুলিশ আসামীদের মধ্যে রতন মন্ডল,জয়ন্ত মন্ডল,শিব মন্ডল,গুরুপদ মন্ডল ও কাকুলী মন্ডলসহ ৫ জনকে আটক করে জেল-হাজতে প্রেরন করে এবং ৫দিনের রিমান্ড আবেদন করে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই পিযূষ কান্তি দাস জানান আসামীদের মধ্যে রতন মন্ডল,জয়ন্ত মন্ডল,শিব মন্ডল,গুরুপদ মন্ডলের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামীদের আজ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য উদঘাটন হবে বলে ধারনা করছি।