ডুমুরিয়ায় প্রভাবশালী কতৃক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ

0
1344

স্টাফ রিপোর্টারঃ
ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের প্রভাবশালী কতৃক অসহায় একটি পরিবারের জমি জবর দখল করে নিয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি অভিযোকারীর দখলে থাকা পুকুর পাড়ের মাটি কেটে ফেলে। উক্ত ঘটনায় জমির মালিক আনছার আলী সরদার থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, মাগুরঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের মন্টু সরদার (৩২), গফুর সরদার (৪০), মিন্টু সরদার (৩০), পারুল বেগম(৩৫) নামে একটি সংঘবদ্ধ দল, তাদের লোকজন নিয়ে একই গ্রামের বাসিন্দা আনছার আলী সরদারের ওয়ারেশ সূত্রে ০.০০২৯ একর জমি ভোগ দখলের চেষ্টা করে। এমনকি জোরপুর্বক উচ্ছেদ করে স্থাপনা ও ঘরবাড়ি নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে জানায়।এতে বাধা দিতে গিয়ে জমির মালিককে প্রাণনাশের হুমকি ও মারধর করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরণের মামলার ভয়ভূতি দেখানো হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ বিষয়ে ডুমুরিয়া থানায় অভিযোগ দাখিল করিলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগ অনুযায় তদন্তকারে করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে অসহায় পরিবারটি ভূমি দখলের আশংকায় দিন-রাত পার করছে। অভিযোগ কারি আনছার আলী জানান, দুর্বৃত্তরা গাছপালা ও পুকুরের পাড়ের মাটি কেটে ঘরবাড়ি ভেঙ্গে দেও এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে জানায়। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কে দৃষ্টি আকর্ষণ করছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অসহায় পরিবারটি ভূমি দখলের আশংকায় ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছে যার নং ১২৮৫/২৪.০৬.১৮ইং। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।