ডুমুরিয়ায় প্রতারনা করে জমি লিখে নেওয়ার অভিযোগে মামলা

0
1423

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:

ডুমুরিয়ায় বৃদ্ধ পিতাকে প্রতারনার ফাঁদে ফেলে সম্পত্তি লিখে নিয়েছে আব্দুল ওহাব নামের এক প্রতারক সন্তান। ঘটনাটি উপজেলার চুকনগর এলাকায়। এ ঘটনায় বৃদ্ধ পিতা রওশন গাজী বাদী হয়ে পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
মামলার বিবরন সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে রওশন আলী গাজী দীর্ঘদিন অসুস্থ জীবন যাপন করছে। ২০১৭ সালের ১৭ জুলাই রওশন গাজীর বড় পুত্র সুচতুর আব্দুল ওহাব গাজী ডুমুরিয়া কৃষি ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে পিতাকে ডুমুরিয়ায় নিয়ে আসে।
ওইদিন আব্দুল ওহাব বৃদ্ধ পিতাকে ডুমুরিয়া কৃষি ব্যাংকের নীচে রেখে স্ট্যাম্প ও সাদা কাগজে টিপসই ও স্বাক্ষর করিয়ে পিতার নামীয় চুকনগর মৌজার এস এ ৬৫ খতিয়ানের .০৪৫০ একর জমি হেবা দলিলমূলে রেজিষ্ট্রি করে নেয়। যার দলিল নং-৪৬৫০। পরবর্তি একই সনের ২ আগষ্ট আব্দুল ওহাব পিতার রেজিষ্ট্রিকৃত জমি দখলে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়।
এরপর পিতা-পুত্রের মধ্যে ঝগড়া ও বাক-বিতন্ডা হতে থাকে। উপায়ন্ত না পেয়ে গত ২০১৭ সালের ১১ নভেম্বর বৃদ্ধ পিতা রওশন আলী গাজী বাদী হয়ে পুত্র আব্দুল ওহাব গাজীসহ ৩ জনের বিরুদ্ধে খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি মামলা দায়ের করেন। দেওয়ানী মামলা নং-১৬৬/১৭।
মামলাটি দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। এদিকে পুত্রের বিরুদ্ধে মামলা করায় বৃদ্ধ পিতাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে বাদী জানান।