ডুমুরিয়ায় “ধানের বালাই ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালা

0
363

ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী “ধানের বালাই ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, প্রফেসর ডঃ রেজাউল ইসলাম, বিআরআরআই’র সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ ইব্রাহিম, ডিএই খুলনার অতিরিক্ত উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার। অন্যান্যর মধ্যে বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুন্নাহার, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষক অরিন্দম মল্লিক প্রমুখ। এ কর্মশালায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা, ধানের বাদামী গাছ ফড়িং (কারেন্ট পাকা) ব্যবস্থাপনা ও ধানের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা বিষয়ক ৪টি স্টল কৃষকদেরকে পরামর্শ দেয়া হয়। অতিথিবৃন্দ সকল স্টলগুলো পরিদর্শন করেন।