ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে আহত ৯

0
702

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার শোভনা গ্রামে রবিবার বিকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের ৯জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার শোভনা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ শেখের সাথে প্রতিবেশি আব্দুস সামাদ শেখের দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার ইউপি কার্যালয় ও থানায় শালিশী বৈঠক করেও কোন সুরহা হয়নি। তারই জের ধরে ঘটনার দিন বিকালে প্রতিপক্ষ সামাদ শেখসহ তার ৮/১০জন সহযোগিদের নিয়ে রশিদ শেখের (৫০) জমিতে জোর পূর্বক ঘর বাঁধতে যায়। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ড ও কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী রশিদ শেখ, তার ভাই রেজাউল শেখ(৪৫) ও আজিজুল শেখ(৩৫)সহ বর্গাদার মোস্তফা খান(৪০) ও মোস্তফা গাজী(৪৬) এবং প্রতিপক্ষ সামাদ শেখ(৫৫), কারিমুল শেখ(৪০), মাহফুজা বেগম(৫০) ও দোলা বেগম(৫০) আহত হয়। স্থানীয়রা আহতদেরক উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রক্তাক্ত জখম রশিদসহ ৫জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য জানান, ‘অবৈধভাবে ওই জমিতে সামাদের লোকজন জোর পূর্বক ঘর বাঁধার চেষ্টা করলে আমি তাদেরকে নিষেধ করি। কিন্তু স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বলে বলিয়ান হয়ে তারা দখলদারী ফলাতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে।’

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।’