ডুমুরিয়ায় জমিজমা বিরোধে শ্বাশুড়ি-পুত্রবধু জখম

0
427

ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা টাইমস:
ডুমুরিয়ার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শ্বাশুড়ি-পুত্রবধু জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার মাগুরাঘোনা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত জব্বার মোড়লের পুত্র রেজাউল মোড়লের সাথে একই গ্রামের জব্বার সরদারের ছেলে সোহরাব সরদার গংদের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে রেজাউল মোড়ল বাড়ী না থাকায় প্রতিপক্ষ সোহরাব সরদারের নেতৃত্বে ১০/১২ জন লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে রেজাউলের বসতভিটা দখল দেয়। এ সময় রেজাউলের বৃদ্ধ মা রাহিলা বিবি (৮০) বাঁধা দিলে সোহরাবের সাঙ্গপাঙ্গরা ধারালো অস্ত্র দিয়ে ডান হাত কুপিয়ে জখম করে। পুত্রবধু জেসমিন বেগম (৪০) ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তÍুতি চলছিল।