ডুমুরিয়ায় ক্ষমতার দাপটে দোকান ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
503

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শোভারানী হালদার ও তার মেয়ে চৈতালী ক্ষমতার প্রভাব খাটিয়ে ৪০/৪২ বছরের দখলীয় জায়গার উপর নির্মিত চারটি দোকান ঘর ভাংচুর করেছে এমন অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ওড়াবুনিয়ায় ধ্বংস স্তুপে দাড়িয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য গনেশ গাইন।এলাকার শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ওড়াবুনিয়ায় পরিত্যক্ত খাস জায়গায় স্থানীয় ভুমিহীন গনেশ গাইন, বিশ্বজিত মল্লিক, সঞ্জয় বাকচী ও রাজনগর গ্রামের পঞ্চানন হালদার দোকান ঘর নির্মান করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিল।এমতবস্থায় ১ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের নির্দেশে একজন সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কোন লিখিত নোটিশ ছাড়াই দোকান গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।এতে দোকানীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।পূর্ব শত্রুতার জের ধরে এ নিয়ে শোভা ও তার মেয়ে চৈতালী বিভিন্ন সময় উচ্ছেদের হুমকী দিয়ে আসছিল বলেও উপস্থিত নারী- পুূরুষের অভিযোগ।প্রতিহিংসার শিকার হয়ে হত দরিদ্র পরিবারগুলো এখন অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছে। এ সময় উপস্থিত ছিলেন সত্য প্রসাদ মল্লিক, শংকর মন্ডল, মিলন বাছাড়, নিহার মন্ডল, ইউপি সদস্য লোকেশ কবিরাজ, পৃথিশ বৈরাগীসহ শতাধিক নারী-পূরুষ।