ডুমুরিয়ায় কৃষি বিষয়ক বেস্ট প্রাকটিস ভিডিও তৈরিতে পুরস্কার বিতরণ

0
323

ডুমুরিয়া প্রতিনিধি
গতকাল রবিবার সকালে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস’র আয়োজনে হাতে কলমে শেখা কৃষি বিষয়ক বেস্ট প্রকটিস ভিডিও তৈরি প্রশিক্ষণ’র পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। জেজেএস ও ব¬গোল্ডের অর্থায়নে মেটামেটা কমিউনিকেশন অ্যাক্সেস এগ্রিকালচার’র সহযোগিতায় অ্যাকসিলারিটিং হরিযনটাল লারনিং ইন বাংলাদেশ পোলডারস প্রকল্প আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েট সমন্বয়কারী শেখ নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন‘র সভাপতি শেখ এনামুল হক । কৃষি বিষয়ক বেস্ট প্রাকটিসগুলো স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও করে সোস্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউবে শেয়ার বিষয়ক প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।সভা শেষে জেজেএস’র রিসার্চ এ্যাসোসিয়েটসুমন সরদার, মাসুদ খান ও মো. শহিদুল ইসলামকে স্মার্ট ফোন পুরস্কার প্রদান করা হয়।