ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
470

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
খুলনার ডুমুরিয়া উপজেলায় চাষি পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধির প্রযুক্তির ওপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় তরমুজের জৈবিক কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনার ওপর কৃষক মাঠ দিবস হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামের কুলবাড়িয়া ঈদগাহ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ক্রপস উইং) মো. আলিমুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, ইউপি সদস্য আবদুল হালিম মুন্নাসহ আরও অনেকে। এতে প্রায় শতাধিক কৃষক অংশ নেন।

সভায় বক্তারা বলেন, তরমুজ একটি উচ্চমূল্যের ফসল, অসময়ও ঘেরের আইলে চাষ করলে প্রতি একরে ৩০ হাজার টাকা খরচ হলেও ৬০ থেকে ৬৫ দিনে প্রায় তিন থেকে চার লাখ টাকা লাভ করা যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকতিয়ার হোসেন।