ডিওডোরেন্ট থেকে সাবধান!

0
432

খুলনাটাইমস লাইফস্টাইল ডেস্ক: গত বছর যুক্তরাষ্ট্রে ব্রেস্ট ক্যান্সার ডট অর্গানাইজেশনের এক জরিপে দেখা যায়, দেশটির প্রায় ৪০ হাজার নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। তবে কেবল নারী নয়, পুরুষরাও আক্রান্ত হচ্ছেন এ দুরারোগ্য ব্যাধিতে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারের অনুঘটক হিসেবে কাজ করে ডিওডোরেন্ট স্প্রে। জানা যায়, রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করা এই স্প্রের ক্ষতিকর প্রভাবই শরীরে বেশি পড়ে। স্তন এবং এর আশপাশের জায়গায় স্প্রে ব্যবহার করলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ঘাম নিরাময়ের যে কোনো স্প্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কারণ এতে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এছাড়া এই ধরনের স্প্রে সাবান ও পানিরোধী হিসেবে কাজ করে। শুধু স্প্রে নয় ডিওডোরেন্ট ক্রিমও স্তন ক্যান্সারের আরো একটি কারণ। এছাড়া শেভিং ক্রিম ব্যবহারের ফলেও ত্বকে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। কেননা শেভিং ক্রিমে ব্যবহৃত কেমিক্যাল শরীরের জন্য বেশ ক্ষতিকর।