টুঙ্গিপাড়ায় চলছে ধান কাটার উৎসব

0
760

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলছে ধান কাটার উৎসব। পাকা ধান ঘরে তোলার আনন্দে মতোয়ারা কৃষকরা। মাঠে মাঠে পাকা ধান কাটার ধুম পড়েছে। তাই যেন দম ফেলার সময় নেই কৃষকদের। কৃষকের মাঠ ভরে উঠছে সোনালি ধানে, মুখে ফুটেছে উঠেছে হাসির ঝিলিক।
কৃষি অফিস সুত্রে জানা যায়, গত বছরে ৭৪৪০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছিল তবে এবার প্রায় ৯৪২৬ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে।
উপজেলার পাটগাতী গ্রামের কৃষক বিমল শিকদার জানান, তিনি নয় বিঘা জমিতে ধানের চাষ করেছেন। ফলনও হয়েছে বাম্পার । আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে সব ধান ঘরে চলে আসবে।
বেলতলা গ্রামের কৃষক রঞ্জন ঘরামী বলেন, তিন বিঘা জমিতে ধানের চাষ করে ছিলাম। এবার ফলন ও ভাল হয়েছে।এরপর নতুন ধানের চালের গুড়ায় ঘরে ঘরে নবান্ন উৎসব হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল উদ্দিন বলেন, সমগ্র উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে। অকালে ভারি বর্ষণে ফসলের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। এছাড়া কৃষকরা ভালো দাম পাবে বলে আশা করছি।