টাইগারদের নৈপুণ্যে মুগ্ধ ক্যালিস

0
480

ক্রীড়া ডেস্ক, খুলনাটাইমস:
ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় ইনিংস খেলে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন রেকর্ড জয়ের পর এখন সবার মুখে টাইগারদের প্রশংসা। নিজেদের দল হারলেও অসাধারণ দলীয় পারফর্মেন্সের জন্য বাংলাদেশ দলের প্রশংসা করতে ভুল করেননি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। ওভালে রবিবার বাংলাদেশকে (৩৩০/৬) রেকর্ড রানের উচ্চতায় তুলে নিয়েছিলেন ব্যাটসম্যানরা। এরপর মুস্তাফিজ, সাকিব ও সাইফুদ্দিনদের দলীয় প্রচেষ্টায় ২১ রানে জয় পায় টাইগাররা। বিশ্বকাপের শুরুতেই বাংলাদেশ দলের এমন দুর্দান্ত জয়ে মুগ্ধ হয়েছেন ক্যালিস।
ক্যালিস বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ যেভাবে পারফর্মেন্স করেছে আপনাকে তাদের কৃতিত্ব দিতেই হবে। কম সময়ের মধ্যে একটা দল হিসেবে তারা যত দূর এসেছে তা খুব আশ্চর্যজনক। বিশেষ করে তাদের ব্যাটিং ছিল বেশ আকর্ষণীয়।’ বাংলাদেশের বিপক্ষে টস জিতেও আগে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। মাঠে নিজেদের কৌশলগুলো প্রোটিয়ারা ঠিকমতো কাজে লাগতে পারেনি বলেও মনে করেন ক্যালিস। তার মতে, ‘আমি পরে বুঝতে পেরেছিলাম কেন এমনটা হয়েছিল। টসের পর ডুপ্লেসিস ফিল্ডিং বেছে নিয়ে অতিরিক্ত পেসার কেন ব্যবহার করতে চেয়েছিল সেটাও বুঝেছি। যা হোক উইকেট তার কৌশল কাজে লাগার মতো তেমন আচরণ করেনি। শুরু থেকেই আমাদের ফুলার লেংথ ও স্ট্রেইট বল করা দরকার ছিল।’
অন্যদিকে উইকেটে নিজেদের পরিকল্পনা বাংলাদেশ ঠিকমতো কাজে লাগাতে পেরেছে বলে বিশ্বাস করেন ক্যালিস, ‘বাংলাদেশ তাদের সবকটি জুটি কাজে লাগাতে পেরেছে এবং এক সময় ৩০০ পেরিয়ে যেতে পেরেছে। এটা চেজ করা সব সময় কঠিন কাজ। শেষ চার ওভারে তাদের ৫০ এর ওপর রান দেয়াটা আমাদের ভুগিয়েছে এবং চূড়ান্তভাবে পার্থক্যটা গড়ে দিয়েছে। বাংলাদেশ খেলার পরিকল্পনা ভাল ভাবে কাজে লাগিয়েছে।’