জয় প্রাপ্য ছিল রিয়ালের: জিদান

0
269

খুলনাটাইমস স্পোর্টস: লা লিগায় মৌসুমের প্রথম ‘মাদ্রিদ ডার্বি’-তে রিয়াল মাদ্রিদ জয় পাওয়ার যোগ্য ছিল বলে মনে করেন দলটির কোচ জিনেদিন জিদান। দলের আক্রমণভাগে কিছুটা ঘাটতি দেখলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট এই ফরাসি। ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার গোলশূন্য ড্র হয় আতলেতিকো ও রিয়ালের লড়াই। করিম বেনজেমা, টনি ক্রুসদের বেশ কয়েকটি ভালো প্রচেষ্টা রুখে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জিদান বলেন, “এটা শুধু দৃঢ়তার বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো আমাদের শক্তি। আমরা একটা শক্তিশালী মাদ্রিদকে দেখলাম কারণ আমরা তাদের কোনো সুযোগ দেইনি। “আমাদের সৃজনশীলতার অভাব ছিল। কিন্তু যা করেছি তাতে আমরা খুশি। নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরায় দলের সবাই হতাশ বলে জানিয়েছেন রিয়ালের অধিনায়ক সের্হিও রামোস। তার সঙ্গে একমত জিদানও। “আমি রামোসের সঙ্গে একমত। আমাদের আরও ভালো ফল প্রাপ্য ছিল। কিন্তুৃখেলোয়াড়দেরকে আমার অভিনন্দন জানাতে হবে। “আক্রমণে আমাদের কিছুটা ঘাটতি ছিল। কিন্তু আমরা উন্নতি করতে চাই। মৌসুমে এখনও সেরা ছন্দে দেখা যায়নি এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে চেলসি থেকে রিয়ালে আসা এদেন আজারকে। তবে তা নিয়ে ভাবছেন না জিদান। “আমাদের প্রত্যেকের কাজকে মূল্যায়ন করতে হবে। আমরা চাই সে গোল করুক কারণ এটা তাকে স্বস্তি দেবে। কিন্তু এ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা নিশ্চিত যে সে গোল পাবে। একমাত্র দল হিসেবে লিগে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।