জামেয়া মিল্লির আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি

0
579

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর পূর্ব বানিয়াখামার (লোহারগেট) এলাকায় অবস্থিত জামেয়া মিল্লির আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা, এতিমখানা ও জামে মসজিদ এর মুতাওয়াল্লী হিসেবে আলহাজ্ব হাফেজ সিকদার আলী মোল্লা দায়িত্বে রয়েছি।
এক বিবৃতিতে তিনি জানান, গত ১৯৮২ সালে তার পিতা মরহুম হাজী আহম্মদ আলী মোল্লা অত্র মাদ্রাসার নামে ১.১৮ একর জমি দান করেন। শুরুতেই তার পিতা প্রতিষ্ঠানের মুতাওয়াল্লীর দায়িত্ব ছিলেন। ১৯৯০ সালে পিতার ইন্তেকালের পরে তিনি প্রতিষ্ঠানের মুতওয়াল্লী হিসেবে দায়িত্ব নেন। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের আলোকে ৫ নভেম্বও ৩ বছর মেয়াদী ৩২ সদস্য বিশিষ্ঠ একটি পূণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে আলহাজ্ব হাফেজ সিকদার আলী মোল্লা মুতাওয়াল্লী ও আলহাজ্ব মাওলানা শেখ আব্দুলাহ সাধারন সম্পাদক নিযুক্ত হন। সকলের প্রচেষ্ঠায় ক্রমান্বয়ে নানাবিধ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় একটি স্বার্থান্বেসী মহল প্রতিষ্ঠানের ক্ষতি করার উদ্দেশ্যে নানা ধরনের প্রপাগান্ডাসহ ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সকলকে সহৃদয়বান হওয়ার পরামর্শ দিয়েও কোন প্রতিকার মেলেনি। ওই চক্রটি মাওলানা শেখ আব্দল্লাহ এর বিরুদ্ধে বিভিন্ন স্থানে নানাধরনের কুৎসা রটাচ্ছে। অথচ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নানাবিধ উন্নয়নের দিকে ধাবিত হয়েছে যা দৃশ্যমান। তিনি একজন সৎ ও দক্ষ মানুষ এবং সকলের আস্থাভাজন। বিবৃতিতে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের বিষয়টি আমি সহ পরিচালনা কমিটি সকল সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে উক্ত বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনার প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেন।