জাপা’র মেয়র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পার্টির অপর নেতার দিত্বীয় স্ত্রী’র সন্ধান

0
480

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
খুলনা সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে এসে নগর জাপা’র যুগ্ম-আহবায়ক সৈয়দ খায়রুল ইসলামের দিত্বীয় স্ত্রী’র সন্ধান মিলেছে। রবিবার বিকেল ৫টায় খুলনা প্রেস কাবে আয়োজিত সংবাদ সম্মেলণে সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে এঘটনা ঘটে। খাইর”ল ইসলামের ২য় স্ত্রী ফারহানা নাহিদ পপি নগরীর নিরালায় বসবাস করেন। ৬/৭ বছর আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
নগর জাপা নেতা ও কেসিসি’র মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান তাকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগে গতকাল খুলনা প্রেস কাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে যুগ্ম-আহবায়ক মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, গত ১০ ফেব্র”য়ারি সন্ধ্যা ৭টার দিকে জাপা’র নগর সদস্য সচিব এসএম মুশফিকুর রহমান পার্টির যুগ্ম-আহবায়ক সৈয়দ খায়রুল ইসলামকে ফোন করে লোক পাঠিয়ে তুলে নেয়া ও জীবন নাশের হুমকি দেয়। এঘটনায় সোনাডাঙ্গা থানা ওইদিন রাতেই জিডি করেন সৈয়দ খায়রুল ইসলাম (যার নং-৭৬৩, ১০-০২-১৮ইং)। এসময় উপস্থি’ত ছিলেন শরীফ মোঃ শাহাজাহান, সেলিম শিকদার, শেখ তোবারক হোসেন, শহিদুল ইসলাম, এ্যাড. মাসুদুর রহমান, তানভীর হোসেন, দেলোয়ার হোসেন লাবু, জাকির হোসেন, মোঃ শাহবুদ্দিন, মোঃ হারুন ও প্রিন্স হোসেন কালু প্রমুখ।
প্রসঙ্গত্ব, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত কেসিসি’র মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমানের বিরুদ্ধে বরিশালের আদালতে স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়।#