জাতীয় মৎস্য সপ্তাহে খুলনায় সাত দিনের কর্মসুচি

0
355

তথ্য বিবরণী:
আগামী ১৭ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। জেলা মৎস্য দপ্তর খুলনায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ জুলাই সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মৎস্য সপ্তাহ চলাকালীন শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মাইকযোগে ব্যাপক প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধীন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ১৯ জুলাই বেলা দুইটায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং বিকাল তিনটায় মৎস্য ভবন চত্ত¡রে তিন দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। ২০ জুলাই সকাল নয়টায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও ভৈরব নদীতে ফরমালিন বিরোধী অভিযান এবং মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইলকোর্ট পারিচালনা করা হবে। ২১ জুলাই সকাল ১১টায় বয়রা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মৎস্য বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে। ২২ জুলাই বিকাল সাতে তিনটায় রূপসা ঘাট, ৫ নম্বর ঘাট, হাট-বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। ২৩ জুলাই সকাল ১১টায় খুলনার গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।