ছাত্রলীগ নেতা রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল 

0
574
ওবায়দুল কবির (সম্রাট):কয়রা (খুলনা)প্রতিনিধি:
কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল এর আত্মার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উলেখ্য কয়রার বায়লাহানীয়া গ্রামে  খালের ওপর একটি সেতুর নির্মাণকাজকে কেন্দ্র করে গত ১ মার্চ  বিকালে বিরোধ মিমাংসা করতে গিয়ে সন্ত্রাসী  হামলার শিকার হয়ে গুরুত্বর  আহত হন খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার আছর বাদ তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,প্রভাষক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সজীব,  যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আটরা রংধনু যুব
সংঘের সভাপতি আছাফর রহমান, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ। এছাড়া  উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ  উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দরা শোকে ভারাক্রান্ত কন্ঠে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। মরহুমের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলে দরুদ ও দোয়া পাঠ করেন এবং পরকালে জান্নতবাসী করার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন ।দোয়া মাহফিল শেষে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নিহত ছাত্রলীগ নেতার পরিবারের খোজ খবর নেন এবয় কবর জিয়ারত করেন। এ সময় এমপি বাবু বলেন রাসেলের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও উপজেলা ছাত্রলীগ আজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন যা কোনভাবেই পূরণ হওয়ার নয় । রাসেলের স্বপ্ন বাস্তবায়নে তার পরিবারের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করে বলেন যে ব্রিজ কে কেন্দ্র করে সন্ত্রাসীরা রাসেলকে হত্যা করেছে সেই ব্রিজ নাম রাসেল ব্রিজ করা হবে ও তার এলাকার নতুন সড়ক রাসেল সড়ক নামে নাম করণ করা হবে৷