চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে মেসিহীন বার্সা

0
354

অনলাইন ডেস্কঃ শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা আজ রাতে নিজেদের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নামবে। চোটের কারণে এই ম্যাচে থাকবেন না বার্সা অধিনায়ক লিওনেল মেসি। মেসি গত রবিবার সেভিয়ার বিপক্ষে ডান হাতের রেডিয়াল হাড়ে চির নিয়ে মাঠ ছাড়েন। তার আগ পর্যন্ত এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এই চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মেসি। ফলে ইন্টার মিলান ছাড়াও আরও চার ম্যাচে তাকে পাবে না বার্সা। ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দির  অভিমত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ীর অনুপস্থিতি নিশ্চিতভাবেই কাতালানদেরকে কমজোরি করে তুলবে। তিনি বলেন, ‘তার অনুপস্থিতি বড় একটা ক্ষতি। এর মানে দাঁড়ায় আমরা তাদের সঙ্গে সমানে সমান লড়াই করতে পারবো কারণ তাদের সাথে লড়াই করার মতো দক্ষতা আমাদের আছে।’

তবে মেসির মুখোমুখি হওয়ার সুযোগ হারানোর ফলে কিছুটা হতাশ আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি বলেন, ‘মেসির না থাকাটা দুঃখজনক কেননা তার মতো বড় খেলোয়াড় যে কি না বিশ্বসেরাদের মধ্যে অন্যতম, তার বিপক্ষে খেলতে পারাটা দারুণ ব্যাপার।’

বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ অবশ্য মনে করেন মেসিকে ছাড়াও তার দল যথেষ্ট লড়াই করার ক্ষমতা রাখে। তিনি বলেন, ‘লিওকে ছাড়াও আমরা বেশ প্রতিযোগিতাপূর্ণ এবং এগিয়ে যাওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই জিততে হবে এবং নিজেদেরকে তৈরি রাখতে হবে। নিজেরা কেমন পরিস্থিতিতে আছে তা সম্পর্কে খেলোয়াড়রা সচেতন আছে।’ বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে দলীয় প্রয়াসে জোর দিচ্ছেন। সামর্থ্যের সেরাটা দেয়ার জন্যেও দলকে আহ্বান জানিয়েছেন তিনি। বার্সার এই ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘লা লিগা একটু পাগলাটে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের চাহিদা থাকে সেরাটাই। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে।’