চলতি মাসেই কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবি

0
354

অনলাইন রিপোর্ট : চলতি মাসেই সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন চলতি মাসেই চায় ছাত্ররা। তিনি জানান, উপাচার্যের বাসভবনে ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের হয়রানির সুযোগ আছে।

হামলাকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান নুরুল হক। ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতে ৩০ এপ্রিল সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র-শিক্ষক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে বলেও জানান নুরুল হক।