চলতি বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন না প্রেসিডেন্ট মাদুরো

0
255

খুলনাটাইমস বিদেশ :ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন না। তবে তার দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক অবরোধের নিন্দা জানাতে তিনি ওই অধিবেশনে দু’জন শীর্ষ কর্মকর্তাকে পাঠাবেন।মাদুরো গত বৃহস্পতিবার বলেছেন, চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে তার দেশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রাডরিগেজ ও পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা অংশ নেবেন। তাদের হাতে থাকবে ভেনিজুয়েলার এক কোটি ২০ লাখ নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি। মাদুরো বলেন, ওই চিঠির মাধ্যমে জাতিসংঘকে জানানো হবে ভেনিজুয়েলার বেশিরভাগ মানুষ তাদের দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো’র প্রতি সমর্থন জানিয়ে মার্কিন সরকার কারাকাসের বিরুদ্ধে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের গোড়ার দিকে গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে আমেরিকা তাকে স্বীকৃতি দেয়।স¤প্রতি জন বোল্টন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে বহিস্কৃত হওয়ার পর জানা যায়, বোল্টনই গুয়াইদো’কে স্বীকৃতি দেয়ার জন্য ট্রাম্পকে চাপ দিয়েছিলেন। বোল্টন ট্রাম্পকে একথা বুঝিয়েছিলেন যে, শিগগিরই মাদুরো সরকারের পতন হতে যাচ্ছে। কিন্তু তারপর প্রায় এক বছর ধরে প্রেসিডেন্ট মাদুরো ক্ষমতায় রয়েছেন এবং বিরোধী নেতার আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে।