ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়রা পরিদর্শনে সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

0
749

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় মঙ্গলবার (২৬ মে) খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন কয়রা উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সুন্দরবন ঘেরা সমুদ্র উপকূলবর্তী কয়রা।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান সেসময় কয়রা উপজেলা পরিদর্শনে যান। সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক একত্রে কয়রা উপজেলার ভেংগে যাওয়া বেড়িবাঁধ, প্লাবিত কৃষি জমি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। ঘূর্ণিঝড় দুর্গত মানুষের সাথে কথা বলেন এবং ক্ষয়-ক্ষতি নিরুপণের চেষ্টা করেন।

এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কয়রার উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।