গিলাতলায় ২বছর পর পুনরায় চালু হলো গাজীপাড়ার খেয়াঘাট

0
325

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা গাজীপাড়ার (গাজী ঘাট) খেয়াঘাটটি দীর্ঘ্য ২ বছর পর দুইপারের সাধারণ মানুষের সুবিধার্থে পুনরায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ও সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান কামাল হোসেনের প্রচেষ্টায় বুধবার সকাল ১০টা থেকে চালু হয়েছে। দীর্ঘ্যদিন ঘাটটি বন্ধ থাকায় গিলাতলা ও সিদ্দিপাশা এলাকার হাজারো মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পুনরায় ঘাটটি চালু হওয়াতে যাত্রী সাধারণ পূর্বের মত মালামালসহ পারাপার হতে পারবে বলে এলাকাবাসী জানায়। বুধবার সকাল ১০ টায় ঘাটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সহ চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মনির উজ জামান মনু, গাজী সিরাজুল ইসলাম, গাজী আশরাফ হোসেন, শেখ আবুল কালাম আজাদ, শাহনাজ পারভিন, গাজী কামরুল ইসলাম,রাজ্জাক হাওলাদার, শেখ ফারুক হোসেন, গাজী সাজ্জাদ হোসেন সুজা, শেখ কামাল হোসেন ,গাজী জাকির হোসেন, জামাল হোসেন,গাজী রিপন, আলমগীর হোসেন,জাহিদ হোসেন, শেখ শাহিন, গাজী রুবেল, শেখ নূর ইসলাম, গাজী বিল্লাল হোসেন প্রমুখ। উদ্বোধনী শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।