গিলাতলায় যৌতুকের দাবিতে স্ত্রীর মুখে আগুন, ৩ জনকে আসামী করে থানায় মামলা

0
342

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় স্বামী কর্তৃক স্ত্রী কে জলন্ত চুলার আগুনে মুখ ঝলসে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নুরজাহান বেগম বাদী হয়ে স্বামীসহ ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে খানজাহান আলী থানায় মামলা করেছে । মামলার এজাহার সুত্রে জানা যায় প্রায় দেড় বছর আগে গিলাতলা গাজী পাড়ার মৃত নুর ইসলাম শেখের কন্যা নুরজাহান বেগমের সাথে একই এলাকার আবজাল শেখের পুত্র সাগর শেখ (২৫) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী সাগর প্রতিনিয়ত তার স্ত্রী কে যৌতুকের দাবীতে মারধোর করতো। সর্বশেষ গত ১৪ মে বিকাল ৫ টায় মামলার বাদী নুরজাহান বেগম রান্নাঘরে রান্না করছিলেন, এ সময় তার স্বামী মোঃ সাগর শেখ রান্না ঘরে এসে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বোন দুলাভাইয়ের নিকট থেকে টাকা আনতে বলে। স্ত্রী নুরজাহান টাকা আনতে অপারগতা প্রকাশ করায় স্বামী সাগর শেখ এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে তার স্বামী সাগর রান্না ঘরে জলন্ত চুলার আগুনে মুখ চেপে ধরলে মুখের ডান পাশ পুড়ে ঝলসে যায় । পরবর্তিতে তাদের মাধ্যমে খবর পেয়ে কিছুক্ষন পর নুরজাহানের বড় বোন নাসরিন বেগম তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং গত ২৪ মে খানজাহান আলী থানায় ভুক্তভোগি নুরজাহান বেগম বাদি হয়ে তার স্বামি সাগর শেখ (২৫) শশুর আবজাল শেখ (৫৫) ও শাশুড়ি খুরশিদা বেগম (৫০) কে আসামি করে মামলা দায়ের করে। যার নং ০২ , তাং ২৪/০৫/২০২০ ইং । মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামি আটক করতে পারেনি পুলিশ। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা দায়েরের পর থেকে আসামিদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্বামী সাগর শেখ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ্যদিন যাবত সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলাম কিন্তু বিভিন্ন সময় কারনে অকারনে বাবা মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এর প্রতিবাদ করতে গেলেই আমাকেও বাবা মা তুলে গালিগালাজ করে থাকে। ঘটনার দিন ১৪ মে এভাবে আমাকে গালিগালাজ করতে থাকলে পাল্টা জবাব দেয়ায় রাগান্বিত হয়ে রান্না করা অবস্থায় তার (নূরজাহান) হাতে থাকা গরম পানি বাহিরে ফেলে দেয়ার সময় নিজের মুখেই ছিটকে পড়ে। এটাকে পুজি করে আমাকে এবং আমার বাবা মা’এর নামে হয়রানি মুলক মামলা দায়ের করেছে। এছাড়া ২৯ মে শুক্রবার সকাল ৬টায় এই হয়রানি মুলক মামলার খবর শুনে আমার বাবা আফজাল শেখ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।