খুলনা মেডিকেলে আরও ১৪ জনের করোনা শনাক্ত

0
302

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরীর ২ জন রয়েছেন। এছাড়া বাগেরহাট জেলার ৪ জন, মাগুরা জেলার ৫ জন, সাতক্ষীরা জেলার ১ জন ও যশোরের ২ জন রয়েছেন। বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৫৩টি। এদের মধ্যে মোট ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২ জন খুলনা জেলার। বাকিরা বাগেরহাট, মাগুরা, সাতক্ষীরা ও যশোরের।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ২ জনই মহানগরীর। এদের একজন শেখপাড়া এলাকার ৪৯ বছর বয়সী ব্যক্তি, অপরজন নগরীর ছোটবয়রা আর্ট কলেজ এলাকার ২৪ বছরের যুবক। তবে মঙ্গলবার উপসর্গ নিয়ে মারা যাওয়া শেখপাড়া এলাকার নজরুল ইসলামের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনা জেলায় এখন পর্যন্ত মোট ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।