খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ

0
425

খবর বিজ্ঞপ্তি:
খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে বুধবার বেলা সাড়ে ১১টায় মহামারী করোনায় গৃহবন্দী খুলনা মহানগরীর বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বেহালার একটি মানবিক পরিবারের সহায়তায় এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার তত্ত¡াবধানে এই আয়োজন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, বিশিষ্ট ধর্মানুরাগী সমাজসেবী গৌতম লস্কর, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সভাপতি রণজিৎ মখোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেনÑউজ্জ্বল ব্যানার্জী, বরীন দাস, বাবু শীল, ভবেশ সাহা, মানিক শীল, শিবনাথ ভট্টাচার্য, অলোক সাহা, রূপন দে, মিঠুন বিশ্বাস প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণান্তে উপস্থিত সকলে সমবেতভাবে মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসী ও বিশ্ববাসীদের পরিত্রাণের জন্য মহান ¯্রষ্টার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।