খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ১৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত

0
324

নিজস্ব প্রতিবেদক
সরকারি হিসাব অনুযায়ী শনিবার সকাল ১১টা থেকে রোববার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮৫ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬ হাজার ৭২৩ ব্যক্তিকে চিকিৎসা প্রদান করা হয়। বতর্মানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬১৫ জন।
রোববার খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) থেকে এ তথ্য জানানো হয়।
খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ১৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনায় ১ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ৪১ জন, ঝিনাইদহে ১১ জন, মাগুরায় ৭ জন, নড়াইলে ৩ জন, কুষ্টিয়ায় ৩৪ জন, মেহেরপুরে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা ভর্তি হন। এ সময়ের মধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৫ জন। এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬ হাজার ৭২৩ রোগীদে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে ৬১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।