খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টট

0
876

টাইমস প্রতিবেদক :
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর)  রূপসা কাজদিয়া  স্কুল মাঠে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ভিত্তিক মাদক বিরোধী ফুটবল অনুষ্ঠিত হয়েছে।   দুপুর ৩টায় অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করেন বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বনাম গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই শ্লোগানকে সামনে রেখে ‘মাদকের বিরুদ্ধে ফুটবল” ডিএনসি কাপ-২০১৭ ফুটবল টুর্ণামেন্ট পর্যায় ক্রমে খুলনা রূপসা উপজেলায় খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ফুলতলায় ওই টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের পরিচালনায় এবং রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন। খেলায় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সহ-সভাপতি খান মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিব, পরিদর্শক মো: আব্দুল্লাহ আল মামুনসহ সংস্থার সদস্যবৃন্দ।
খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ২-০১ গোলে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চুড়ান্ত পর্বে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন আব্দুর রহমান ঢালী, বশির আহম্মেদ লালু, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন। ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল কাদের।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান বিজয়ীদের মধ্যে সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। এর আগে প্রধান অতিথি রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হয়ে বল মেরে খেলা উদ্বোধন করেন।  মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল ও সময়ের খবর। খেলায় পৃষ্টপোষকতায় ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন। ##