খুলনা জেলা প্রশাসকের নিকট ভূমিরক্ষা কমিটির স্মারকলিপি

0
354

বিজ্ঞপ্তি: রবিবার (১৪ অক্টোবর) ১০টায় ময়ূর খাল ক্ষুদে খাল ভূমি রক্ষা কমিটির সভাপতি এম.এ কাশেমের নেতৃত্বে শত শত ভূমির মালিকগণ জেলা প্রসাশক এর কার্যালয়ের সামনে জমায়েত হন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল জেলা প্রসাশক হেলাল উদ্দিনের নিকট স্মারকলীপি প্রদান করেন। শত বছরের ভোগ দখলীয় সি.এস/এস.এ/আর.এস. রেকর্ডিও মিউটেশন খাজনা পরিশোধিত সকল বাড়ি ফসলী জমি, মসজিদ, মাদরাসা, এতিমখানা,মন্দির,স্কুল, কলেজ, মাছের ঘের সহ মালিকানা যায়গায় জেলা প্রসাশকের সার্ভেয়ারগণ লাল ফ্লাগ ও সিমানা পিলার স্থাপনের প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য বিনা নোটিশে ডিসির সার্ভেয়ারগণ ২ সপ্তাহ আগে লাল নিসানা ও সিমানা পিলার নিয়ে আর্বিভূত হন ব্যক্তি মালিকানা জায়েগায় স্থাপনের কাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন ভূমির মালিকগণ। গঠন করেন ভূমি রক্ষা কমিটি। মানব বন্ধন, সাংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা ইত্যাদি মাধ্যমে এমন ভ্রান্ত সিদ্ধান্তের তিব্র প্রতিবাদ জানান। স্মারকলীপি পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন, মোঃ আব্দুল জলিল, মোঃ বাচ্চু সরদার, মোঃ নাসির উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, জি.এম. গফফার, মোঃ মোশারেফ বিশ্বাস, মোঃ সাইফুল রহমান, মোঃ ইসমাইল হোসেন ও রাশিদা বেগম প্রমুখ।